About

ABC Radio

Blogger news

ক্রসফায়ারে' আমার দেশ?

সরদার আবদুর রহমান : দৈনিক আমার দেশ কি ক্রসফায়ারে পড়লো ? দেশে আইনের ছদ্মাবরণে যখন নানা বেআইনী কর্মকান্ড ঘটে চলেছে তখন সর্বশেষ আমার দেশ বন্ধ করে দেয়ার ঘটনাকে অনেকেই ক্রসফায়ারের সঙ্গে তুলনা করছেন। একটি বৈধ রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ বন্ধ করতে ১৪৪ ধারার যাচ্ছেতাই ব্যবহার চলছে। আর সরকারের পক্ষ থেকে দেশে কোন ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকান্ড নেই বলে দাবী করা হচ্ছে। অথচ আইনের মারপ্যাঁচেই এই কান্ড ঘটে চলেছে অব্যাহতভাবে। অন্যদিকে, উচ্চ আদালত হঁশিয়ারী দিয়েছে, ‘পুলিশ হেফাজতে হত্যাকান্ড সহ্য করা হবে না।'
তড়িঘড়ি করে আমার দেশ বন্ধ করে দেয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রকাশক হাসমত আলী যদি সত্যি সত্যি স্বেচ্ছায় কোন প্রতারণা মামলা করে থাকেন তবে এর সঙ্গে রাতারাতি পত্রিকার ডিক্লারেশন বন্ধ করে দেবার এবং প্রেস সীলগালা করে দেবার সম্পর্ক কি? মামলা হলে তা আইনের ভিত্তিতে আদালতে মোকাবেলা হবে। মাহমুদুর রহমান দোষী প্রমাণিত হলে তাঁর সাজা হবে। কিন্তু একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার এবং তার শত শত কর্মীকে পথে বসানোর এ কোন্ বিস্ময়কর প্রবণতা! আর আমার দেশ পত্রিকার মালিক তো একা মাহমুদুর রহমান নন। তিনি মালিকদের একজন এবং তিনি ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাত্র। আর প্রকাশক হিসেবে হাসমত আলীর নাম ব্যবহার করার জন্য দায়ী কি মাহমুদুর রহমান? তারা তো প্রকাশকের নাম পরিবর্তনের জন্য যথাযথ প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে আবেদন করে রেখেছেন। সেই আবেদনকে ঝুলিয়ে রেখে নিজেদের দায়িত্বহীনতার দায়ভার আরেকজনের উপর চাপিয়ে তাকে ঘায়েল করার এই কৌশল মানুষের কাছে নগ্নভাবে প্রকাশ হয়ে গেছে।
প্রিন্টিং প্রেস এন্ড পাবলিকেশন্স এ্যাক্ট-১৯৭৩ এর ১১ ধারায় বলা হয়েছে ‘মুদ্রাকর বা প্রকাশক ৬ মাসের অধিককাল বাংলাদেশের বাইরে অবস্থান করলে, বাংলাদেশ ত্যাগের পূর্বেই তার অনুপস্থিতকালীন দায়িত্ব পালনকারী ব্যক্তির নাম এবং ঐ ব্যক্তির সম্মতিসূচক বিবরণী লিখিতভাবে জেলা প্রশাসক বরাবর দাখিল করতে হবে। অন্যথায় সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল বলে গণ্য হবে। ২০(ক) ধারায় বলা হয়েছে, কোন সংবাদপত্র অশালীন বা অশ্লীল বক্তব্য প্রকাশ করলে সরকার সেই সংবাদপত্র বাজেয়াপ্ত করতে পারবে।' আইনজ্ঞরা বলছেন, ন্যয়বিচারের দাবী হচ্ছে, কোন পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে হলে এজন্য সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের কাছে যথাযথ অভিযোগ উত্থাপন করতে হবে এবং সত্মোষজনক জবাব দানের সুযোগ দিতে হবে। যদি যথাযথ তদন্তের পর দেখা যায় যে পত্রিকাটি নিয়মিত প্রকাশনায় ব্যর্থ হচ্ছে সে ক্ষেত্রে ডিক্লারেশন বাতিলের জন্য নোটিশ দিয়ে যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসবের কিছুই না করে এক রাতের মধ্যে একটি পত্রিকার ডিক্লারেশন বাতিল করে দেয়ার ঘটনা স্বৈরতান্ত্রিক আচরণ ছাড়া আর কিছু হতে পারে না বলে পর্যবেক্ষকরা মনে করেন।
আমার দেশ বন্ধ করে দেয়াটা ১৯৭৫ সালের স্টাইলের অনুকরণমাত্র বলে মনে করেন সংবাদপত্রসেবীরা। এটা বিচার না করেই হত্যাকান্ডের শামিল। দেশে আইনের অপব্যবহার করে বিরোধীদল দমনের যে ধারা পুনরায় শুরু হয়েছে এটি তারই অংশ। বিরোধীদলকে দমনের জন্য যেমন চলছে ৫৪ ধারা, ১৪৪ ধারা ও রিমান্ডে নেয়ার আইনী ধারার অপব্যবহার, তেমনি একটি ব্যক্তিগত মামলাকে ব্যবহার করে সরকার-সমালোচক পত্রিকার প্রকাশনা বন্ধ ও প্রেস সীলগালা করা এবং সাংবাদিকদের নামে ঢালাও মামলা করার নজির সরকার স্থাপন করছে অবলীলায়। আইনের শাসন প্রতিষ্ঠার দশা তা হলে কী দাঁড়াবে! সরকারের এই আচরণে ভীত, সন্ত্রস্ত ও হতাশাগ্রস্ত গণতন্ত্র চর্চায় বিশ্বাসী, বাকস্বাধীনতাকামী ও উদার মনের মানুষেরা। সরকার কি হতাশা তৈরীতেই আগ্রহী?

Leave a Reply

Related Posts Plugin for WordPress, Blogger...

Alertpay

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

সরাসরি চ্যাট করার জন্য পেজ এর নিচে যান

a

ইংরেজী বিজয় ফনেটিক অভ্র ফনেটিক ইউনিজয়

Widget by: Bangla Hacks

b

পত্রিকায় প্রকাশিত চাকুরীর বিজ্ঞপ্তি 
2 June 2010

এখানে ক্লিক করুন ইন্টারনেট থেকে টাকা আয় করুন।

WELL-COME TO BD ADDA(বিনামূল্যে ওয়েব সাইড তৈরির জন্য যোগাযোগ করুনঃ- ওয়েব ডেভোলাপার- মোঃ শফিকুর রহমান, মোবাইল নং-8801812465879)